Ajker Patrika

সবজির আড়ালে চাষ হচ্ছিল গাঁজা, গাছসহ চাষি আটক

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১: ৪৩
সবজির আড়ালে চাষ হচ্ছিল গাঁজা, গাছসহ চাষি আটক
গাঁজাগাছসহ আটক ব্যক্তি। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিখেতে গাঁজা চাষের অভিযোগে এক চাষিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিমপাড়ায় মো. দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে তাঁর সবজিখেত থেকে গাঁজার গাছসহ আটক করা হয়। অভিযানে একটি গাঁজাগাছ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন। পরে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এক বাক্স শুকনো গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জানা গেছে, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজিখেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করছিলেন। আটক ব্যক্তি মৃত মো. কালা মিয়ার ছেলে। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার বড়াইল পশ্চিমপাড়ায়।

এ ঘটনায় রাতেই কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, বৃহস্পতিবার সকালে তাঁকে (দুলাল মিয়া) কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত