Ajker Patrika

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

 কুমিল্লা প্রতিনিধি 
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা থানার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের গিয়াস উদ্দীন (২৮) এবং একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)।

র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারে করে কুমিল্লা শহরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত