Ajker Patrika

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে নামল শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে নামল শিক্ষার্থীরা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়ে আগুন লেগে যায়। এ সময় জানালা দিয়ে লাফিয়ে রক্ষা পেয়েছে ৭০ জন শিক্ষার্থী।

আজ বুধবার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভাড়া নেওয়া এ বাসটি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে যাত্রা করে।

দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের এক ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছে ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙা। এ সময় উপস্থিত মানুষজন বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।

স্থানীয় সূত্র জানায়, বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। ৫২ সিটের এ বাসে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও চালক ও তাঁর সহযোগী ছিল।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, ‘বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত