
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১২ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৬ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪২ মিনিট আগে