কুমিল্লা প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেল-হাজতে পাঠানো হয়েছে। এদিকে অপর আসামি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। আজ বুধবার দুপুরে আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এই নির্দেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের সহকারী কৌশলী (এপিপি) রফিকুল ইসলাম হিরা বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার দুপুরে দুই দিনের রিমান্ড শেষে রায়হান সিদ্দিকী আম্মানকে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিনের জন্য আবেদন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষ হলে আদালত দ্বীন ইসলামকে জেলে পাঠিয়েছিলেন।
উল্লেখ্য, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বুঝিয়ে দেয় কুমিল্লা জেলা পুলিশের একটি দলের কাছে।
গত ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্ত শেষে বেলা ৩টার দিকে প্রথম জানাজা, পৌনে ৪টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাবার কবরের পাশে দাফন করা হয় তাঁকে।
এ ঘটনায় নিহত অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
নিহত অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেল-হাজতে পাঠানো হয়েছে। এদিকে অপর আসামি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। আজ বুধবার দুপুরে আইনজীবীদের শুনানি শেষে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এই নির্দেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের সহকারী কৌশলী (এপিপি) রফিকুল ইসলাম হিরা বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার দুপুরে দুই দিনের রিমান্ড শেষে রায়হান সিদ্দিকী আম্মানকে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিনের জন্য আবেদন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার এক দিনের রিমান্ড শেষ হলে আদালত দ্বীন ইসলামকে জেলে পাঠিয়েছিলেন।
উল্লেখ্য, গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বুঝিয়ে দেয় কুমিল্লা জেলা পুলিশের একটি দলের কাছে।
গত ১৫ মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামের এক সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্ত শেষে বেলা ৩টার দিকে প্রথম জানাজা, পৌনে ৪টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাবার কবরের পাশে দাফন করা হয় তাঁকে।
এ ঘটনায় নিহত অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
নিহত অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির (১৮) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলিতে অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন
৭ মিনিট আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) হিসাব বিভাগীয় প্রধান খোন্দকার মুহম্মদ ইকবালের সাড়ে ২৩ কাঠা জমি, ৩৯২ অযুতাংশ জমির ১১টি শেয়ার ও ১২টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীসংলগ্ন একটি খালে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপ। কচ্ছপটি দেখতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আতাউর রহমান আতা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে বিএনপিরই একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে