কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যাত্রী না নিয়ে ট্রেন চলে যাওয়ায় স্টেশনমাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। আজ সোমবার (১৪ জুলাই) সকালে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নাঙ্গলকোট স্টেশনে থামার কথা থাকলেও ভুল সিগন্যালের কারণে সেটি সেখানে না থেমে চলে যায়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনটি না থেমে পরবর্তী হাসানপুর স্টেশনে গিয়ে দাঁড়ালে তাঁরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরে তাঁদের সুবর্ণ এক্সপ্রেসে করে নাঙ্গলকোটে ফিরিয়ে আনা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল, ট্রেনচালক আবির হোসেন, সহকারী চালক ও ট্রেনের গার্ডকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ে কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঊর্ধ্বতন উপসহকারী লোকো সাইফুল ইসলামকে। তাঁর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট দল ঘটনাটি তদন্ত করবে।
স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল বলেন, ‘আমি লাকসাম কেবিনে দায়িত্বে থাকা মাস্টারকে ট্রেন চালানোর জন্য বলেছিলাম। কিন্তু তিনি ভুলবশত চট্টলার বদলে সুবর্ণ ট্রেন হিসেবে সিগন্যাল দিয়েছেন। এতে এই বিভ্রাট ঘটে।’
অপরদিকে লাকসাম রেলওয়ের কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, ‘আমি ৮০২ নম্বর চট্টলা ট্রেনের কাগজ দিয়েছি, ৭০২ নম্বর সুবর্ণ এক্সপ্রেসের নাম দিইনি। আমাদের মধ্যে ভুল হতে পারে, তবে চালক ও গার্ডেরও দায়িত্ব ছিল ট্রেনটি নির্ধারিত স্টপেজে থামানো।’
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় চারজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যাত্রী না নিয়ে ট্রেন চলে যাওয়ায় স্টেশনমাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। আজ সোমবার (১৪ জুলাই) সকালে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নাঙ্গলকোট স্টেশনে থামার কথা থাকলেও ভুল সিগন্যালের কারণে সেটি সেখানে না থেমে চলে যায়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনটি না থেমে পরবর্তী হাসানপুর স্টেশনে গিয়ে দাঁড়ালে তাঁরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরে তাঁদের সুবর্ণ এক্সপ্রেসে করে নাঙ্গলকোটে ফিরিয়ে আনা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল, ট্রেনচালক আবির হোসেন, সহকারী চালক ও ট্রেনের গার্ডকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ে কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঊর্ধ্বতন উপসহকারী লোকো সাইফুল ইসলামকে। তাঁর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট দল ঘটনাটি তদন্ত করবে।
স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল বলেন, ‘আমি লাকসাম কেবিনে দায়িত্বে থাকা মাস্টারকে ট্রেন চালানোর জন্য বলেছিলাম। কিন্তু তিনি ভুলবশত চট্টলার বদলে সুবর্ণ ট্রেন হিসেবে সিগন্যাল দিয়েছেন। এতে এই বিভ্রাট ঘটে।’
অপরদিকে লাকসাম রেলওয়ের কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, ‘আমি ৮০২ নম্বর চট্টলা ট্রেনের কাগজ দিয়েছি, ৭০২ নম্বর সুবর্ণ এক্সপ্রেসের নাম দিইনি। আমাদের মধ্যে ভুল হতে পারে, তবে চালক ও গার্ডেরও দায়িত্ব ছিল ট্রেনটি নির্ধারিত স্টপেজে থামানো।’
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় চারজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে