কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।
আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’
এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।
আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’
এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৮ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে