Ajker Patrika

নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
মো. নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশের এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল ও তাঁর কয়েকজন বন্ধু কলেজপাড়ার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় ওঠেন আড্ডা দিতে। সেখানে তাঁরা লুডু খেলতে বসেন। রাত সাড়ে ৮টার দিকে নাজমুলের মোবাইল ফোনে কল এলে তিনি খেলা থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর কয়েকটি শব্দ শোনা গেলে বন্ধুরা খুঁজতে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।

পরে নাজমুলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, ‘আমাদের ফোনে জানানো হয় নাজমুল অ্যাক্সিডেন্ট করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে জানতে পারি সে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত