চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন মোল্লা সরকারি বিধি লঙ্ঘন করে আইনজীবী হিসেবেও আদালতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি একই কর্মস্থানে দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। ইউপি কার্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
দেলোয়ার হোসেন মোল্লা একই উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোল্লা ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি বর্তমান কর্মস্থল ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। কিন্তু সরকারি বিধি লঙ্ঘন করে তিনি ২০০৯ সালের ২৫ মে কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই বছরের ১৪ মে আইনজীবী সনদ লাভ করেন। তাঁর কুমিল্লা আদালতের আইনজীবী সদস্য নম্বর-৮৬২।
সরকারি কর্মকর্তা হয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে তিনি আইন পেশায় পড়ালেখা চালিয়ে যান। এরপর তিনি আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে যোগদান করে নিয়মিতভাবে আদালতে যেতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী সরকারি পদে থেকে অন্য কোনো সংস্থায় যোগদান করতে পারেন না। এতে সরকারের বিধি লঙ্ঘন হয়। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি আইন পেশায় পড়ালেখা করতে চান, তাহলে তাঁকে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’
এই অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইন পেশায় পড়াশোনা করেছি।’ পড়ালেখা এবং আইনজীবী হিসেবে যোগদান করার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শখের বশবর্তী হয়ে আইনজীবী হিসেবে বারে যোগদান করেছি। এখন আমি আদালতে যাই না।’
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘ইউপি সচিব দেলোয়ার হোসেন মোল্লা আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে আসা-যাওয়া করেন। আমি নতুন মানুষ, তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থান নিতে পারছি না।’
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি আইন পেশায় জড়িত হতে চান, তাহলে তাঁকে অবশ্যই অবসরে যেতে হবে অথবা তাঁকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। তথ্য গোপন করে যদি কেউ বার কাউন্সিলের সনদ লাভ করে, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সনদ বাতিল করা হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘কোনো ব্যক্তি সরকারি পদে থাকলে তিনি অন্য কোনো সংস্থায় চাকরি বা কাজ করতে পারেন না। এটা সরকারি বিধি লঙ্ঘন। দেলোয়ার হোসেন মোল্লার বিষয়টি আমি এইমাত্র শুনেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করব।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে বলতে পারব।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন মোল্লা সরকারি বিধি লঙ্ঘন করে আইনজীবী হিসেবেও আদালতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি একই কর্মস্থানে দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। ইউপি কার্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
দেলোয়ার হোসেন মোল্লা একই উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোল্লা ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি বর্তমান কর্মস্থল ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। কিন্তু সরকারি বিধি লঙ্ঘন করে তিনি ২০০৯ সালের ২৫ মে কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই বছরের ১৪ মে আইনজীবী সনদ লাভ করেন। তাঁর কুমিল্লা আদালতের আইনজীবী সদস্য নম্বর-৮৬২।
সরকারি কর্মকর্তা হয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে তিনি আইন পেশায় পড়ালেখা চালিয়ে যান। এরপর তিনি আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে যোগদান করে নিয়মিতভাবে আদালতে যেতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী সরকারি পদে থেকে অন্য কোনো সংস্থায় যোগদান করতে পারেন না। এতে সরকারের বিধি লঙ্ঘন হয়। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি আইন পেশায় পড়ালেখা করতে চান, তাহলে তাঁকে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’
এই অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইন পেশায় পড়াশোনা করেছি।’ পড়ালেখা এবং আইনজীবী হিসেবে যোগদান করার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শখের বশবর্তী হয়ে আইনজীবী হিসেবে বারে যোগদান করেছি। এখন আমি আদালতে যাই না।’
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘ইউপি সচিব দেলোয়ার হোসেন মোল্লা আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে আসা-যাওয়া করেন। আমি নতুন মানুষ, তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থান নিতে পারছি না।’
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি আইন পেশায় জড়িত হতে চান, তাহলে তাঁকে অবশ্যই অবসরে যেতে হবে অথবা তাঁকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। তথ্য গোপন করে যদি কেউ বার কাউন্সিলের সনদ লাভ করে, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সনদ বাতিল করা হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘কোনো ব্যক্তি সরকারি পদে থাকলে তিনি অন্য কোনো সংস্থায় চাকরি বা কাজ করতে পারেন না। এটা সরকারি বিধি লঙ্ঘন। দেলোয়ার হোসেন মোল্লার বিষয়টি আমি এইমাত্র শুনেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করব।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে বলতে পারব।’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
১০ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকার নালা (ড্রেন) থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চাবি থেকে পুলিশ ধারণা করছে, লোকটি অটোরিকশাচালক ছিলেন।
১৮ মিনিট আগে