
সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
২ মিনিট আগে
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগে