কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।

বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন।
এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে