উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে জনগণের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।
তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (BAUS) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়কালের মধ্যে বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাত সব থেকে ভালো অবস্থানে আছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা পদক্ষেপের মাধ্যমে।’
বাংলাদেশের চিকিৎসকেো অনেক মেধাবী, তাঁরা যেভাবে মাইন্ড অ্যাপ্লাই করতে পারেন, অন্য দেশের চিকিৎসকেরা পারেন না উল্লেখ করে ড. হাসান মাহমুদ বলেন, ‘চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।’
বাউসের সভাপতি, অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন, অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।
সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।
‘কিডনি দান করুন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নিচ্ছেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এই বহুজাতিক সম্মেলন শেষ হবে ৭ মে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে জনগণের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।
তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (BAUS) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়কালের মধ্যে বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাত সব থেকে ভালো অবস্থানে আছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা পদক্ষেপের মাধ্যমে।’
বাংলাদেশের চিকিৎসকেো অনেক মেধাবী, তাঁরা যেভাবে মাইন্ড অ্যাপ্লাই করতে পারেন, অন্য দেশের চিকিৎসকেরা পারেন না উল্লেখ করে ড. হাসান মাহমুদ বলেন, ‘চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।’
বাউসের সভাপতি, অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন, অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।
সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।
‘কিডনি দান করুন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নিচ্ছেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এই বহুজাতিক সম্মেলন শেষ হবে ৭ মে।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
১২ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকার নালা (ড্রেন) থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চাবি থেকে পুলিশ ধারণা করছে, লোকটি অটোরিকশাচালক ছিলেন।
২০ মিনিট আগে