কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আইয়ুব আলী (৫৭), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমানকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। আলী আকবর (৫০) ও দুলাল মাঝিকে (৪৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ১০ জনের শরীর কমপক্ষে ৭০ শতাংশ পুড়ে গেছে।
জানা গেছে, ট্রলারটি সাগর মাছ শিকার শেষে বাকঁখালী নদী মোহনার এই ঘাটে নোঙর করেছিল। ট্রলারে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দারের।
আহতেরা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

কক্সবাজারের মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আইয়ুব আলী (৫৭), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমানকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে। আলী আকবর (৫০) ও দুলাল মাঝিকে (৪৭) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ১০ জনের শরীর কমপক্ষে ৭০ শতাংশ পুড়ে গেছে।
জানা গেছে, ট্রলারটি সাগর মাছ শিকার শেষে বাকঁখালী নদী মোহনার এই ঘাটে নোঙর করেছিল। ট্রলারে রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রলারটির মালিক স্থানীয় সেলিম বহদ্দারের।
আহতেরা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা বলে জানিয়েছেন পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, বৃহস্পতিবার শেষ রাতে মাছ শিকার শেষে ট্রলারটি ঘাটে ফেরে। সকাল ১০টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। কেন এবং কীভাবে এ ঘটনা ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করানো অবস্থায় মাছ ধরার ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে