কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনটি জাহাজে করে প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আসা পর্যটকদের বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট’ হামুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ ছাড়া দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পর উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।
সতর্কতা সংকেত জারি হওয়ার পর টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউ ঘাট থেকে এমবি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। তিনটি জাহাজে করে আড়াই হাজার পর্যটক সন্ধ্যার আগে টেকনাফ এসে পৌঁছান।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কক্সবাজার শহর, ইনানী ও অন্যান্য সৈকতেও পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও গোসলে নামতে সতর্ক করা হচ্ছে। টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার করার পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।
আরও পড়ুন:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনটি জাহাজে করে প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আসা পর্যটকদের বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট’ হামুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ ছাড়া দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পর উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।
সতর্কতা সংকেত জারি হওয়ার পর টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউ ঘাট থেকে এমবি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। তিনটি জাহাজে করে আড়াই হাজার পর্যটক সন্ধ্যার আগে টেকনাফ এসে পৌঁছান।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কক্সবাজার শহর, ইনানী ও অন্যান্য সৈকতেও পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও গোসলে নামতে সতর্ক করা হচ্ছে। টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার করার পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।
আরও পড়ুন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৩ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৬ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৬ মিনিট আগে