কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও লুটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তাঁর আরও তিন ভাইসহ ১২ জনকে আসামি করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালীগ্রামের আবুল কাশেম নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় গতকাল সোমবার রাতে এ মামলা করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ অক্টোবর পেকুয়া বাজারে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে আবুল কাসেম এজাহার জমা দেন। এ ঘটনায় কয়েকজন আহতও হন। প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল সোমবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তাঁর ভাই মো. আজম, মো. কাইয়ুম, মো. ওসমান সরওয়ার বাপ্পীকে আসামি করা হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে মামলার বাদী আবুল কাশেম জানান, ‘পেকুয়া বাজারে আমাদের নিজেদের জমিতে ১০টি দোকান রয়েছে। সম্প্রতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই চাঁদা না দেওয়ায় গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়। এতে ১০টি দোকান ভাঙচুর করে অনন্ত ৫০ লাখ টাকার মালামাল লুট করা হয়। এতে আহত হন ৮ জন। এখন মামলা করায় উপজেলা চেয়ারম্যান আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চাঁদা দাবি ও দোকান লুটের অভিযোগ অস্বীকার করে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জমির বিরোধকে কেন্দ্র করে আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ মামলা করিয়েছে। এ জমির আমরা ক্রয়সূত্রে মালিক। যাঁরা জমি দখলের অভিযোগ করছেন, তাঁরা জমিটি অন্যায়ভাবে দখলে রেখে উল্টো মিথ্যা মামলা দিয়েছেন।’

কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও লুটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তাঁর আরও তিন ভাইসহ ১২ জনকে আসামি করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালীগ্রামের আবুল কাশেম নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় গতকাল সোমবার রাতে এ মামলা করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ অক্টোবর পেকুয়া বাজারে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে আবুল কাসেম এজাহার জমা দেন। এ ঘটনায় কয়েকজন আহতও হন। প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল সোমবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তাঁর ভাই মো. আজম, মো. কাইয়ুম, মো. ওসমান সরওয়ার বাপ্পীকে আসামি করা হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে মামলার বাদী আবুল কাশেম জানান, ‘পেকুয়া বাজারে আমাদের নিজেদের জমিতে ১০টি দোকান রয়েছে। সম্প্রতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই চাঁদা না দেওয়ায় গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়। এতে ১০টি দোকান ভাঙচুর করে অনন্ত ৫০ লাখ টাকার মালামাল লুট করা হয়। এতে আহত হন ৮ জন। এখন মামলা করায় উপজেলা চেয়ারম্যান আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চাঁদা দাবি ও দোকান লুটের অভিযোগ অস্বীকার করে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জমির বিরোধকে কেন্দ্র করে আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ মামলা করিয়েছে। এ জমির আমরা ক্রয়সূত্রে মালিক। যাঁরা জমি দখলের অভিযোগ করছেন, তাঁরা জমিটি অন্যায়ভাবে দখলে রেখে উল্টো মিথ্যা মামলা দিয়েছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে