কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় মোহাম্মদ রুবেল (২৭) নামের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৃথক এই অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তাঁর সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তাঁর দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন র্যাবের সদস্যরা। পরে ডাকাত রুবেলের দেওয়া তথ্যমতে, তাঁর সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১২টি তাজা অ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবির একটি দল পাহাড়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), তিন রাউন্ড বন্দুকের ছররা গুলি ও পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড রাইফেলের গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, রঙ্গীখালীতে মাদক কারবারি, ডাকাত, অপহরণ চক্রের সদস্য ও অপরাধীরা গহিন পাহাড়ে আস্তানা গেড়ে লুকিয়ে থাকেন। এসব আস্তানা চিহ্নিত করে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ব্যাপারে উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় মোহাম্মদ রুবেল (২৭) নামের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে পৃথক এই অভিযান চালানো হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
কামরুল হাসান জানান, গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তাঁর সশস্ত্র সহযোগীদের নিয়ে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘণ্টা অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তাঁর দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন র্যাবের সদস্যরা। পরে ডাকাত রুবেলের দেওয়া তথ্যমতে, তাঁর সহযোগীদের ফেলে যাওয়া একটি শটগান, তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১২টি তাজা অ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
অপরদিকে গতকাল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবির একটি দল পাহাড়ে ডাকাত দলের আস্তানা ঘেরাও করে এবং তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), তিন রাউন্ড বন্দুকের ছররা গুলি ও পাঁচটি খালি খোসা, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৪ রাউন্ড রাইফেলের গুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, রঙ্গীখালীতে মাদক কারবারি, ডাকাত, অপহরণ চক্রের সদস্য ও অপরাধীরা গহিন পাহাড়ে আস্তানা গেড়ে লুকিয়ে থাকেন। এসব আস্তানা চিহ্নিত করে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ ব্যাপারে উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২২ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে