কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশ ও চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
আজ সোমবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। চেয়ারম্যানকে বহন করা পুলিশ ভ্যান সদর থানায় ঢোকার সময় তাঁর কর্মী-সমর্থকেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
জানা গেছে, গ্রেপ্তার চেয়ারম্যান আবদুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত। তাঁকে ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহসান হাবীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আবদুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আবদুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের এক তরুণ। ওই তরুণ বিআরবি কেব্লের কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহসান হাবীব হাসানের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা দায়ের করেছেন। এ মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশ ও চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
আজ সোমবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। চেয়ারম্যানকে বহন করা পুলিশ ভ্যান সদর থানায় ঢোকার সময় তাঁর কর্মী-সমর্থকেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
জানা গেছে, গ্রেপ্তার চেয়ারম্যান আবদুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত। তাঁকে ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহসান হাবীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আবদুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আবদুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের এক তরুণ। ওই তরুণ বিআরবি কেব্লের কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহসান হাবীব হাসানের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা দায়ের করেছেন। এ মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৯ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
২০ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৯ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে