কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চার দিন ধরে আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যায় টেকনাফে ফিরেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
আজ সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে এমভি বার আউলিয়া ৪১৪ জন ও এমভি কেয়ারি ২৪৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় জাহাজ দুটি পুনরায় টেকনাফ ঘাটে পৌঁছেছে বলে জানান বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর।
হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘চার দিন আগে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন। আবহাওয়া অনুকূলে আসায় এই পথে প্রতিদিন জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটন মৌসুম উপলক্ষে পর্যায়ক্রমে অন্য জাহাজও চলাচল শুরু হবে।’
এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুই দফায় নৌ চলাচল বন্ধ রাখে টেকনাফ উপজেলা প্রশাসন।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়। আজ দুটি জাহাজ যথাসময়ে ও নিরাপদে সেন্ট মার্টিন আসা-যাওয়া করেছে। এতে আটকে পড়া পর্যটকেরাও ফিরেছেন।’
গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। আজ যোগ হয়েছে আরেকটি জাহাজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চার দিন ধরে আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যায় টেকনাফে ফিরেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
আজ সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে এমভি বার আউলিয়া ৪১৪ জন ও এমভি কেয়ারি ২৪৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় জাহাজ দুটি পুনরায় টেকনাফ ঘাটে পৌঁছেছে বলে জানান বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর।
হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘চার দিন আগে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন। আবহাওয়া অনুকূলে আসায় এই পথে প্রতিদিন জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটন মৌসুম উপলক্ষে পর্যায়ক্রমে অন্য জাহাজও চলাচল শুরু হবে।’
এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুই দফায় নৌ চলাচল বন্ধ রাখে টেকনাফ উপজেলা প্রশাসন।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়। আজ দুটি জাহাজ যথাসময়ে ও নিরাপদে সেন্ট মার্টিন আসা-যাওয়া করেছে। এতে আটকে পড়া পর্যটকেরাও ফিরেছেন।’
গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। আজ যোগ হয়েছে আরেকটি জাহাজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৭ মিনিট আগে