কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফের নাফ নদের ওপারে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাংয়ের ১০টি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত জেগেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
গত তিন দিন ধরে মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, গত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। যার ফলে কম্পন সৃষ্টি হয়েছে নাফ নদের এপারে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা রাত মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ পাওয়া যাচ্ছিল। তবে আজ সকালে থেকে তেমন বিকট শব্দ শোনা যাচ্ছে না। নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা হাফেজ নুর কালাম বলেন, ‘শুক্রবার ভোর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না।’
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ইতিমধ্যে বিদ্রোহীরা রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। এসব শহরের সঙ্গে রাখাইনের রাজধানী সিথুয়ের সরাসরি সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা রাজধানীর দখল নিতে অগ্রসর হচ্ছে।

মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফের নাফ নদের ওপারে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাংয়ের ১০টি গ্রামের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত জেগেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
গত তিন দিন ধরে মিয়ানমারের যুদ্ধ জাহাজটি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, গত বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। যার ফলে কম্পন সৃষ্টি হয়েছে নাফ নদের এপারে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারা রাত মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ পাওয়া যাচ্ছিল। তবে আজ সকালে থেকে তেমন বিকট শব্দ শোনা যাচ্ছে না। নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এ নৌপথ দিয়ে সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা হাফেজ নুর কালাম বলেন, ‘শুক্রবার ভোর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না।’
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ইতিমধ্যে বিদ্রোহীরা রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। এসব শহরের সঙ্গে রাখাইনের রাজধানী সিথুয়ের সরাসরি সড়ক ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা রাজধানীর দখল নিতে অগ্রসর হচ্ছে।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে