নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১২ দিন বন্ধ থাকার পর আবার চট্টগ্রাম–কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়। আজ বৃহস্পিবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনে থেকে ছেড়ে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায়। তবে, ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।’
গত ৮ এপ্রিল থেকে বিশেষ ট্রেনটি ৯/১০ লোড নিয়ে চলাচল শুরু করে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনটি চালায় রেলওয়ে। পরে চট্টগ্রামের মানুষের আন্দোলনের মুখে ৩০ মে পর্যন্ত ট্রেনটি চলে।
প্রথম ১৮ দিনে এই ট্রেনে রেলওয়ের আয় হয় ৪২ লাখ টাকা। ট্রেনটিতে প্রতিদিনই যাত্রীদের চাপ ছিল। এক মাসে এই ট্রেনের আয় হয় ৬০ লাখ টাকার বেশি। দেশে চলাচল করা অন্য ট্রেনের চেয়ে এই ট্রেনের আয় ছিল বেশি।
ট্রেনটিতে আসন ছিল ৪৩৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৪টি, প্রথম শ্রেণির চেয়ার ৫৪ ও শোভন ৩৩০টি। এটি চট্টগ্রামের ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামুতে থামত।
বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা।
অভিযোগ রয়েছে, বাসমালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মাসের মধ্যে ১ ডিসেম্বর এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ঢাকা থেকে সরাসরি একটি ট্রেন চালু করা হয়। তারপর চলতি বছরের ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। সেটিও সরাসরি ঢাকা থেকে কক্সবাজার।

১২ দিন বন্ধ থাকার পর আবার চট্টগ্রাম–কক্সবাজারের ‘বিশেষ ট্রেন’ চলাচল শুরু হয়েছে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়। আজ বৃহস্পিবার সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশনে থেকে ছেড়ে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায়। তবে, ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চালানো হবে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ট্রেনটি চালু হয়েছে। এই ট্রেন চলবে ২৪ জুন পর্যন্ত।’
গত ৮ এপ্রিল থেকে বিশেষ ট্রেনটি ৯/১০ লোড নিয়ে চলাচল শুরু করে। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনটি চালায় রেলওয়ে। পরে চট্টগ্রামের মানুষের আন্দোলনের মুখে ৩০ মে পর্যন্ত ট্রেনটি চলে।
প্রথম ১৮ দিনে এই ট্রেনে রেলওয়ের আয় হয় ৪২ লাখ টাকা। ট্রেনটিতে প্রতিদিনই যাত্রীদের চাপ ছিল। এক মাসে এই ট্রেনের আয় হয় ৬০ লাখ টাকার বেশি। দেশে চলাচল করা অন্য ট্রেনের চেয়ে এই ট্রেনের আয় ছিল বেশি।
ট্রেনটিতে আসন ছিল ৪৩৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ৫৪টি, প্রথম শ্রেণির চেয়ার ৫৪ ও শোভন ৩৩০টি। এটি চট্টগ্রামের ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামুতে থামত।
বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা। বাসের ভাড়া সর্বনিম্ন ৪২০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা।
অভিযোগ রয়েছে, বাসমালিকদের চাপে পড়ে এই বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক মাসের মধ্যে ১ ডিসেম্বর এই রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ঢাকা থেকে সরাসরি একটি ট্রেন চালু করা হয়। তারপর চলতি বছরের ১৪ জানুয়ারি ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি ট্রেন চালু করা হয়। সেটিও সরাসরি ঢাকা থেকে কক্সবাজার।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে