Ajker Patrika

উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

টেকনাফ-উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় নেশার টাকার জন্য চার বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আমান উল্লাহ

কক্সবাজারের উখিয়ায় নেশার টাকা না পেয়ে চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে মেয়ের লাশ পার্শ্ববর্তী খালে ফেলে দেন তিনি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা আমান উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা জ্যোতি। সে মনখালী এলাকার আমান উল্লাহ ও জোসনা আক্তারের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘আমান উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন রাতেও একই কারণে স্ত্রী জোসনার সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে মারধরের চেষ্টা করলে স্ত্রী ভয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।’

স্ত্রীকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি চার বছরের মেয়ে জুতিকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের খালে ফেলে দেন আমান উল্লাহ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে এবং আমান উল্লাহকে গ্রেপ্তার করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত