কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছেন নৌবাহিনী সদস্যরা। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল শনিবার সকালে নৌবাহিনীর অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন বন্দরের ৪ নম্বর জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
ওসি আরও বলেন, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজের চারটি কনটেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, এই তার পাচারে বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত রয়েছেন।
এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মিজানুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারকালে সাতজনকে আটক করেছেন নৌবাহিনী সদস্যরা। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ রোববার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গতকাল শনিবার সকালে নৌবাহিনীর অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল বিকেলে বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন বন্দরের ৪ নম্বর জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করে।
ওসি আরও বলেন, এসব বৈদ্যুতিক তার একটি বার্জ জাহাজের চারটি কনটেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাতজনকে আটক করে।
নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব বৈদ্যুতিক তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, এই তার পাচারে বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত রয়েছেন।
এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মিজানুল হাসান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে