কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র পদপ্রার্থী হওয়ায় মাসেদুল হক রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দলীয় এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা আওয়ামী লীগ জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন।
কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। মাসেদুল সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কক্সবাজার শহরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রাশেদের পরিবার। তাঁর বাবা প্রয়াত একেএম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রাশেদের তিন ভাই ও এক বোন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এদের মধ্যে শাহীনুল হক মার্শাল গত বছর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছোট ভাই কায়সারুল হক জুয়েল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।
বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, পৌরবাসীর দাবির প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। এখানে দলীয় বিষয় প্রভাব পড়বে না।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র পদপ্রার্থী হওয়ায় মাসেদুল হক রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দলীয় এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা আওয়ামী লীগ জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন।
কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। মাসেদুল সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কক্সবাজার শহরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রাশেদের পরিবার। তাঁর বাবা প্রয়াত একেএম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
রাশেদের তিন ভাই ও এক বোন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এদের মধ্যে শাহীনুল হক মার্শাল গত বছর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছোট ভাই কায়সারুল হক জুয়েল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।
বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, পৌরবাসীর দাবির প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। এখানে দলীয় বিষয় প্রভাব পড়বে না।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৭ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১৩ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২১ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৬ মিনিট আগে