কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী ফেসবুকে পোস্টে লেখেন, ‘জাতীয় নেতা সালাহউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটওয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরেকটি পোস্টে জেলাবাসীকে শান্ত ও ধৈর্য ধরার অনুরোধ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছেন। তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন কি না, খতিয়ে দেখা দরকার।’
ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহর চিরিঙ্গায় এনসিপির পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভেঙে দিয়েছেন। পথিমধ্যে রামু ও ঈদগাঁও উপজেলার পথসভাও করেনি এনসিপি।
আজ দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে এক পথসভায় বিএনপি নেতা সালাহউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্য দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশা আল্লাহ।’

কক্সবাজারের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী ফেসবুকে পোস্টে লেখেন, ‘জাতীয় নেতা সালাহউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটওয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরেকটি পোস্টে জেলাবাসীকে শান্ত ও ধৈর্য ধরার অনুরোধ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছেন। তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন কি না, খতিয়ে দেখা দরকার।’
ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহর চিরিঙ্গায় এনসিপির পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভেঙে দিয়েছেন। পথিমধ্যে রামু ও ঈদগাঁও উপজেলার পথসভাও করেনি এনসিপি।
আজ দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে এক পথসভায় বিএনপি নেতা সালাহউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্য দেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশা আল্লাহ।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
২৫ মিনিট আগে