চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর বারআউলিয়া নগর রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র হলেন ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অপি (২০)। রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপি লক্ষ্যারচর ইউনিয়নের জহিরপাড়ার সেলিম মিন্টুর ছেলে। দুজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুই কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাফি ও তাঁর বন্ধু অপি বেলা ৩টার দিকে কৈয়ারবিল থেকে চকরিয়া কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত দুই কলেজছাত্রকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইনজামাম উল আলম রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেরাব হোসেন অপিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে, অন্যজন চট্টগ্রামে মারা গেছে বলে শুনেছি। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর বারআউলিয়া নগর রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র হলেন ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অপি (২০)। রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপি লক্ষ্যারচর ইউনিয়নের জহিরপাড়ার সেলিম মিন্টুর ছেলে। দুজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুই কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাফি ও তাঁর বন্ধু অপি বেলা ৩টার দিকে কৈয়ারবিল থেকে চকরিয়া কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত দুই কলেজছাত্রকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইনজামাম উল আলম রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেরাব হোসেন অপিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে, অন্যজন চট্টগ্রামে মারা গেছে বলে শুনেছি। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে