কক্সবাজার প্রতিনিধি

মাদক পাচার ও অবৈধ পণ্য পরিবহন রোধে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে স্ক্যানার মেশিন বসানো হয়েছে। আজ সোমবার সকালে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের এই স্ক্যানার মেশিন বাসানো হয়।
এর মধ্যে দিয়ে দেশে কোনো রেলস্টেশনে এই প্রথম যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের এই যন্ত্র বসানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ইয়াবা বড়ি, ক্রিস্টাল মেথসহ ভয়ংকর মাদক পাচার রোধে স্ক্যানিং মেশিন বসানোর জন্য তাগাদা দিয়ে আসছিল।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ট্রেনে ওঠার আগে লাগেজ স্ক্যানিং চালু হওয়ায় অপরাধরোধ, মাদক ও অবৈধপণ্য পরিবহন ঠেকানো সহজ হবে।
কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়েছে জানিয়ে গোলাম রব্বানী বলেন, এ জন্য রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে যাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, এ জন্য এখন থেকে ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে।
স্টেশনমাস্টার আরও বলেন, স্ক্যানিংয়ের সময় কোনো লাগেজে অবৈধ বস্তু শনাক্তের চিহ্ন উঠলেই কেবল তল্লাশি করা হচ্ছে। তবে যাত্রীদের বিড়ম্বনা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও খেয়াল রাখা হচ্ছে।
এদিকে সম্প্রতি র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের র্যাব সদস্যরা মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে ডগ স্কোয়াড দিয়ে ট্রেনে তল্লাশি চালান।
২০১৮ সালে কক্সবাজার শহরের অদূরে চান্দেরপাড়া এলাকায় ২৯ একর জায়গায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন নির্মাণ করা হয়।
২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে।

মাদক পাচার ও অবৈধ পণ্য পরিবহন রোধে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে স্ক্যানার মেশিন বসানো হয়েছে। আজ সোমবার সকালে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের এই স্ক্যানার মেশিন বাসানো হয়।
এর মধ্যে দিয়ে দেশে কোনো রেলস্টেশনে এই প্রথম যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের এই যন্ত্র বসানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ইয়াবা বড়ি, ক্রিস্টাল মেথসহ ভয়ংকর মাদক পাচার রোধে স্ক্যানিং মেশিন বসানোর জন্য তাগাদা দিয়ে আসছিল।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ট্রেনে ওঠার আগে লাগেজ স্ক্যানিং চালু হওয়ায় অপরাধরোধ, মাদক ও অবৈধপণ্য পরিবহন ঠেকানো সহজ হবে।
কক্সবাজার থেকে মাদক ও চোরাচালান বেড়েছে জানিয়ে গোলাম রব্বানী বলেন, এ জন্য রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে যাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, এ জন্য এখন থেকে ট্রেন ছাড়ার অন্তত আধা ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে।
স্টেশনমাস্টার আরও বলেন, স্ক্যানিংয়ের সময় কোনো লাগেজে অবৈধ বস্তু শনাক্তের চিহ্ন উঠলেই কেবল তল্লাশি করা হচ্ছে। তবে যাত্রীদের বিড়ম্বনা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও খেয়াল রাখা হচ্ছে।
এদিকে সম্প্রতি র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের র্যাব সদস্যরা মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে ডগ স্কোয়াড দিয়ে ট্রেনে তল্লাশি চালান।
২০১৮ সালে কক্সবাজার শহরের অদূরে চান্দেরপাড়া এলাকায় ২৯ একর জায়গায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আইকনিক রেলস্টেশন নির্মাণ করা হয়।
২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে