টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ছেড়াদ্বীপ সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন আড়াই নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনুমানিক দুপুর ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ট্রলার থেকে পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
এম নাঈম উল হক আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলাসহ ২টি ম্যাগজিন, ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও একটি ট্রলার জব্দ করে।
জব্দ করা অস্ত্র, গোলা ও ম্যাগজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

কক্সবাজারের ছেড়াদ্বীপ সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন আড়াই নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনুমানিক দুপুর ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ট্রলার থেকে পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
এম নাঈম উল হক আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলাসহ ২টি ম্যাগজিন, ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও একটি ট্রলার জব্দ করে।
জব্দ করা অস্ত্র, গোলা ও ম্যাগজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে