Ajker Patrika

ইনানী সৈকতে নেমেছিলেন দম্পতি, লাশ হয়ে ফিরলেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি
ইনানী সৈকতে নেমেছিলেন দম্পতি, লাশ হয়ে ফিরলেন স্বামী

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ভেসে যাওয়ার সময় স্থানীয়রা তাঁর স্ত্রীকে উদ্ধার করেছেন। 

আজ শুক্রবার বেলা ২টার দিকে ইনানীর হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে। 

মৃত পর্যটক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তাঁর স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তাঁরা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেলে ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান। 

গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুজন ভেসে যেতে থাকেন। এতে তাঁদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে নিখোঁজ হন। 

তানভীর হোসেন বলেন, বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে। 

পর্যটকের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত