পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এরশাদ আলী ওয়াকফ এস্টেটের জমিতে উৎপাদিত লবণ লুটের প্রতিকার চাওয়ায় কৃষকদের ওপর ২ দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৬ জন কৃষক আহত হয়েছেন। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার দুপুরে রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই এলাকার লবণচাষি ফরিদ উদ্দিন (৫০), আব্দুল কুদ্দুস (৪০), তাঁর ছেলে মো. নোমান (১৫), লবণচাষি মো. আজম (২৮), সিকদার (২২) ও বদিউল আলম (৪০)। আহতদের মধ্যে মো. আজমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরো শরীর থেঁতলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী কৃষক ফরিদ উদ্দিনের মাঠ থেকে আড়াই শত মণ লবণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর প্রতিবাদ জানালে শুক্রবার দুপুরে লবণচাষি ফরিদ উদ্দিন, আব্দুল কুদ্দুস ও তাঁর ছেলে মো. নোমানকে মারধর করা হয়। প্রতিবন্ধী কৃষক ফরিদ একই এলাকার গোলাম শরীফের ছেলে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন কৃষক ফরিদ। এর জেরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ফরিদের প্রতিবেশী কৃষক মো. আজম, সিকদার ও বদিউল আলমকে তাঁদের বাড়ি গিয়ে মারধর করে।
ভুক্তভোগী ফরিদ উদ্দিন বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ এস্টেটের ইজারাদার নুরুল আবছারের কাছ থেকে বর্গা নিয়ে আমি লবণ চাষ করছি। ২ মাস চাষ করে বিক্রির জন্য লবণগুলো জমিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে আমার জমানো সব লবণ লুট করে নিয়ে যায়। এর প্রতিকার চাইলে সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়েছে।’
জমির ইজারাদার পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমি ও নবী হোসেন ৫৪ একর লবণ মাঠ ইজারা নিয়েছি। এসব লবণ মাঠে চাষা দিয়েছি। কিন্তু চাষিরা মাঠে উৎপাদিত লবণ বিক্রি করতে পারছে না। যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপুর নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী চাষিদের উৎপাদিত লবণ বিক্রি করতে বাধা দিচ্ছে। রাতে লবণ লুট করে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে কৃষকদের মারধর করা হচ্ছে।’
কৃষকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপু বলেন, ‘এস্টেটের মোতওয়াল্লীর কাছ থেকে আমি এসব জমি ইজারা নিয়েছি। এসব জমিতে উৎপাদিত লবণ আমাকেই বিক্রি করতে হবে। এটাই নিয়ম। আমার ইজারা নেওয়া জমিতে উৎপাদিত লবণ কৃষকেরা আমাকে বিক্রি করতে চাইছে না বলে তাদের সঙ্গে কিছুটা বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’
এ ব্যাপারে এরশাদ আলী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এরশাদ আলী ওয়াকফ এস্টেটের জমিতে উৎপাদিত লবণ লুটের প্রতিকার চাওয়ায় কৃষকদের ওপর ২ দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৬ জন কৃষক আহত হয়েছেন। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার দুপুরে রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই এলাকার লবণচাষি ফরিদ উদ্দিন (৫০), আব্দুল কুদ্দুস (৪০), তাঁর ছেলে মো. নোমান (১৫), লবণচাষি মো. আজম (২৮), সিকদার (২২) ও বদিউল আলম (৪০)। আহতদের মধ্যে মো. আজমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরো শরীর থেঁতলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী কৃষক ফরিদ উদ্দিনের মাঠ থেকে আড়াই শত মণ লবণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর প্রতিবাদ জানালে শুক্রবার দুপুরে লবণচাষি ফরিদ উদ্দিন, আব্দুল কুদ্দুস ও তাঁর ছেলে মো. নোমানকে মারধর করা হয়। প্রতিবন্ধী কৃষক ফরিদ একই এলাকার গোলাম শরীফের ছেলে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন কৃষক ফরিদ। এর জেরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ফরিদের প্রতিবেশী কৃষক মো. আজম, সিকদার ও বদিউল আলমকে তাঁদের বাড়ি গিয়ে মারধর করে।
ভুক্তভোগী ফরিদ উদ্দিন বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ এস্টেটের ইজারাদার নুরুল আবছারের কাছ থেকে বর্গা নিয়ে আমি লবণ চাষ করছি। ২ মাস চাষ করে বিক্রির জন্য লবণগুলো জমিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে আমার জমানো সব লবণ লুট করে নিয়ে যায়। এর প্রতিকার চাইলে সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়েছে।’
জমির ইজারাদার পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার বলেন, ‘এরশাদ আলী ওয়াকফ স্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমি ও নবী হোসেন ৫৪ একর লবণ মাঠ ইজারা নিয়েছি। এসব লবণ মাঠে চাষা দিয়েছি। কিন্তু চাষিরা মাঠে উৎপাদিত লবণ বিক্রি করতে পারছে না। যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপুর নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী চাষিদের উৎপাদিত লবণ বিক্রি করতে বাধা দিচ্ছে। রাতে লবণ লুট করে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে কৃষকদের মারধর করা হচ্ছে।’
কৃষকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপু বলেন, ‘এস্টেটের মোতওয়াল্লীর কাছ থেকে আমি এসব জমি ইজারা নিয়েছি। এসব জমিতে উৎপাদিত লবণ আমাকেই বিক্রি করতে হবে। এটাই নিয়ম। আমার ইজারা নেওয়া জমিতে উৎপাদিত লবণ কৃষকেরা আমাকে বিক্রি করতে চাইছে না বলে তাদের সঙ্গে কিছুটা বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’
এ ব্যাপারে এরশাদ আলী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে