কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৪১ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে