Ajker Patrika

সাফ ফুটবলে নারী দলের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে প্রেরণার সঞ্চার করবে: সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৯
সাফ ফুটবলে নারী দলের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে প্রেরণার সঞ্চার করবে: সেনাপ্রধান
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।

গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।

কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত