আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

রোববার আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। আগামী রোববার সকাল থেকে শুরু হবে এই ভোটগ্রহণ।
জানা যায়, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন এবং নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১২৭টি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠা এর আগে কোনো নির্বাচনে দেখা যায়নি। এরই ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায়ও পড়েছে। কিন্তু শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই আর বাড়তি উত্তেজনা।
এ বিষয়ে উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজী রবিউল হক বলেন, নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তর হতে পারে। বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, `আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি সবার সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।'

রোববার আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। আগামী রোববার সকাল থেকে শুরু হবে এই ভোটগ্রহণ।
জানা যায়, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন এবং নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১২৭টি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠা এর আগে কোনো নির্বাচনে দেখা যায়নি। এরই ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায়ও পড়েছে। কিন্তু শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই আর বাড়তি উত্তেজনা।
এ বিষয়ে উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজী রবিউল হক বলেন, নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তর হতে পারে। বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, `আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি সবার সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।'

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে