নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সারা দেশের হাজার হাজার নেতা-কর্মী এসেছেন। এতে নগরীর পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মিরসরাই নিজামপুর কলেজের সামনে ২০-২৫টি মাইক্রোবাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।
আজ বুধবার দুপুর ২টা থেকে পলোগ্রাউন্ড মাঠে পূর্বঘোষিত বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি থেকে শুরু করে পলোগ্রাউন্ড মাঠের আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা পুরো সড়ক দখল করে রেখেছেন। তাই পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি চলছেই না। বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে সিআরবির মুখ থেকে পলোগ্রাউন্ড মাঠ পর্যন্ত পাঁচ শতাধিক গাড়ি আটকে আছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
উত্তর ও দক্ষিণ জেলা থেকে শতাধিক বাসে করে সমাবেশে যোগ দিতে আসায় নেতা-কর্মীর চাপে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বিএনপির নেতারা দাবি করেছেন, পুলিশ বিনা কারণে প্রতিটি গাড়ি থামিয়ে চেক করছে। কাগজপত্র দেখার নামে সমাবেশে আসার পথে বাধা দিতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে।
শুধু তাই নয়, মিরসরাইয়ে নিজামপুর কলেজের সামনে ২০-২৫টি মাইক্রোবাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে দাবি করা হয়েছে। ফেনীর দাগনভূঁইয়া থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের মাইক্রোবাসে এই হামলা করা হয় বলে দাবি করেছেন বিএনপির নেতারা। এ ঘটনায় ফেনীর দাগনভূঁইয়ার আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব ওয়াহিদুল আলম মানিকসহ ৪০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে ফেনীর দাগনভূঁইয়ার আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, সমাবেশে যোগ দিতে আসার পথে আজ সকাল ৮টার দিকে মাইক্রোবাস থামিয়ে হামলা চালানো হয়। লাঠি ও রামদা দিয়ে হামলা চালিয়ে ৪০-৫০ জনকে আহত করা হয়েছে।
সদস্যসচিব ওয়াহিদুল আলম মানিক বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে।

চট্টগ্রামে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সারা দেশের হাজার হাজার নেতা-কর্মী এসেছেন। এতে নগরীর পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মিরসরাই নিজামপুর কলেজের সামনে ২০-২৫টি মাইক্রোবাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।
আজ বুধবার দুপুর ২টা থেকে পলোগ্রাউন্ড মাঠে পূর্বঘোষিত বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি থেকে শুরু করে পলোগ্রাউন্ড মাঠের আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা পুরো সড়ক দখল করে রেখেছেন। তাই পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি চলছেই না। বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে সিআরবির মুখ থেকে পলোগ্রাউন্ড মাঠ পর্যন্ত পাঁচ শতাধিক গাড়ি আটকে আছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
উত্তর ও দক্ষিণ জেলা থেকে শতাধিক বাসে করে সমাবেশে যোগ দিতে আসায় নেতা-কর্মীর চাপে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বিএনপির নেতারা দাবি করেছেন, পুলিশ বিনা কারণে প্রতিটি গাড়ি থামিয়ে চেক করছে। কাগজপত্র দেখার নামে সমাবেশে আসার পথে বাধা দিতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে।
শুধু তাই নয়, মিরসরাইয়ে নিজামপুর কলেজের সামনে ২০-২৫টি মাইক্রোবাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে দাবি করা হয়েছে। ফেনীর দাগনভূঁইয়া থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের মাইক্রোবাসে এই হামলা করা হয় বলে দাবি করেছেন বিএনপির নেতারা। এ ঘটনায় ফেনীর দাগনভূঁইয়ার আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্যসচিব ওয়াহিদুল আলম মানিকসহ ৪০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে ফেনীর দাগনভূঁইয়ার আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, সমাবেশে যোগ দিতে আসার পথে আজ সকাল ৮টার দিকে মাইক্রোবাস থামিয়ে হামলা চালানো হয়। লাঠি ও রামদা দিয়ে হামলা চালিয়ে ৪০-৫০ জনকে আহত করা হয়েছে।
সদস্যসচিব ওয়াহিদুল আলম মানিক বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে