Ajker Patrika

 ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবি চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
 ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবি চসিক মেয়রের

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ঘাতকদের ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার নগরীর চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নারকীয় ওই গ্রেনেড হামলায় ২৪ জন নেতা কর্মীকে হত্যাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত সবাইকে ফাঁসি দিতে হবে। প্রয়োজনে যেসব খুনি বিদেশের মাটিতে পলাতক তাদের ধরে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, বিদেশে বসেও খুনিরা এখনো দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। ওরা বিদেশিদের সহায়তায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তবে, জনগণ ওদের অপরাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। 

 ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এসরারুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন, বিভূতি রন্জন বড়ুয়া, আলী আজবর, সুনীল কান্তি বড়ুয়া, পরিমল বড়ুয়া, মো. মুন্সি মিয়া প্রমুখ। 

এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত