Ajker Patrika

সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রোডমার্চে

কুমিল্লা প্রতিনিধি
সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রোডমার্চে
কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছেছে। ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দল ও সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী।

সন্ধায় রোডমার্চ কুমিল্লা টাউন হল মাঠে পৌঁছায়। রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে শুরু হয় সমাবেশ। সেখানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাখাইনে করিডর ও সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে ফেনীতে গিয়ে তাঁরা রাতযাপন করবেন। শনিবার ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে চূড়ান্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, মোশরেফা মিশু, বজলুর রশিদ ফিরোজ, নাসির উদ্দিন নসু, মাসুদ রানা, শহিদুল ইসলাম, মাসুদ খানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। সংহতি জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদও।

এ কর্মসূচিতে ছাত্র ও যুবসংগঠনের সদস্যদেরও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত