Ajker Patrika

পথচারীদের বিরুদ্ধে অনেক কঠোর হব : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ০০
পথচারীদের বিরুদ্ধে অনেক কঠোর হব : জেলা প্রশাসক

বিনা প্রয়োজনে ঘরের বাইরে গেলে পথচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

মমিনুর রহমান বলেন, ‘এবারই সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। জেলা প্রশাসনের ১৪ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাঁদের সহযোগিতা করবেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অকারণে কেউ বের হলে কঠোর হতে তাঁদের নির্দেশ দিয়েছি।’

চট্টগ্রামের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু মহানগরে নয়, গ্রামে-গঞ্জেও করোনা ভয়াবহ হয়ে উঠছে। চট্টগ্রামে করোনার চিকিৎসার জন্য যে আইসিইউর বেড রয়েছে, সেগুলো ১০-১২ দিন ধরে পরিপূর্ণ। অন্যান্য ইউনিটের বেডেও করোনা রোগী ভর্তি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, লকডাউন আরও বাড়তে পারে জানিয়ে মমিনুর রহমান বলেন, ‘নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।’ 

ব্যাংকে যাওয়ার অজুহাতে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কয়েক দিনের অভিজ্ঞতা হলো, ‘যাকেই ম্যাজিস্ট্রেট ধরছে, বলছে, ব্যাংকে যাচ্ছে। ব্যাংকে যাওয়ার অজুহাতে ঢাকার মতো চট্টগ্রামেও প্রচুর মানুষ বের হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে অনেক কঠোর হতে হবে। বেশি বেশি জরিমানা করব, প্রয়োজনে আটকও করব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত