নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনা প্রয়োজনে ঘরের বাইরে গেলে পথচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
মমিনুর রহমান বলেন, ‘এবারই সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। জেলা প্রশাসনের ১৪ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাঁদের সহযোগিতা করবেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অকারণে কেউ বের হলে কঠোর হতে তাঁদের নির্দেশ দিয়েছি।’
চট্টগ্রামের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু মহানগরে নয়, গ্রামে-গঞ্জেও করোনা ভয়াবহ হয়ে উঠছে। চট্টগ্রামে করোনার চিকিৎসার জন্য যে আইসিইউর বেড রয়েছে, সেগুলো ১০-১২ দিন ধরে পরিপূর্ণ। অন্যান্য ইউনিটের বেডেও করোনা রোগী ভর্তি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, লকডাউন আরও বাড়তে পারে জানিয়ে মমিনুর রহমান বলেন, ‘নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।’
ব্যাংকে যাওয়ার অজুহাতে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কয়েক দিনের অভিজ্ঞতা হলো, ‘যাকেই ম্যাজিস্ট্রেট ধরছে, বলছে, ব্যাংকে যাচ্ছে। ব্যাংকে যাওয়ার অজুহাতে ঢাকার মতো চট্টগ্রামেও প্রচুর মানুষ বের হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে অনেক কঠোর হতে হবে। বেশি বেশি জরিমানা করব, প্রয়োজনে আটকও করব।'

বিনা প্রয়োজনে ঘরের বাইরে গেলে পথচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
মমিনুর রহমান বলেন, ‘এবারই সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। জেলা প্রশাসনের ১৪ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিআরটিএর দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাঁদের সহযোগিতা করবেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অকারণে কেউ বের হলে কঠোর হতে তাঁদের নির্দেশ দিয়েছি।’
চট্টগ্রামের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু মহানগরে নয়, গ্রামে-গঞ্জেও করোনা ভয়াবহ হয়ে উঠছে। চট্টগ্রামে করোনার চিকিৎসার জন্য যে আইসিইউর বেড রয়েছে, সেগুলো ১০-১২ দিন ধরে পরিপূর্ণ। অন্যান্য ইউনিটের বেডেও করোনা রোগী ভর্তি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, লকডাউন আরও বাড়তে পারে জানিয়ে মমিনুর রহমান বলেন, ‘নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে যদি বের হতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।’
ব্যাংকে যাওয়ার অজুহাতে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কয়েক দিনের অভিজ্ঞতা হলো, ‘যাকেই ম্যাজিস্ট্রেট ধরছে, বলছে, ব্যাংকে যাচ্ছে। ব্যাংকে যাওয়ার অজুহাতে ঢাকার মতো চট্টগ্রামেও প্রচুর মানুষ বের হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে অনেক কঠোর হতে হবে। বেশি বেশি জরিমানা করব, প্রয়োজনে আটকও করব।'

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় দেড় বছর ধরে পানি শোধনাগার বন্ধ থাকায় বিশুদ্ধ পানিসংকটে পড়েছেন অন্তত ৬০০ পরিবারের ২ হাজার মানুষ। শোধনাগার চালুর পর মাস দুয়েক পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁরা এ ভোগান্তিতে পড়েছেন।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৬ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে