নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী মো. মুসা (৩৫)। ব্যবসা করেন চট্টগ্রামের হাটহাজারীতে। ব্যবসার কাজে কখনো বাসে, কখনো ট্রেনে যাতায়াত করেন তিনি। অনেক সময় বিনা টিকিটে ট্রেনে চেপে চট্টগ্রামে এসেছেন। বুঝতে পেরেছেন, বিনা টিকিটে ভ্রমণ করায় রেলওয়ে তাঁর কাছে অনেক টাকা পাওনা। মোটামুটি একটি হিসাব করে, সেই বিনা টিকিটে ভ্রমণের টাকা একসঙ্গে দিয়ে দিলেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশনে আসেন মো. মুসা। তাঁর সঙ্গে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন ব্যবসায়ী মুসাকে নিয়ে যান প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে। পরে মুসা প্রধান বুকিং সহকারীকে ভাড়া বাবদ সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেন।
প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসলে আমি প্রথমে স্টেশনমাস্টার জাফর ভাইয়ের কাছে নিয়ে যাই। জাফর ভাই প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে যেতে বলেন। তারপর প্রধান বুকিং সহকারীকে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন।’
প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ার বলেন, ‘তিনি আমার কাছে জানতে চান লাকসাম থেকে চট্টগ্রামে যাতায়াতের লোকাল ট্রেনের ভাড়া কত। ভাড়া বলার পর, হিসাব করে তিনি ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এই ধরনের মানুষ আসলে খুবই কম। আমি আশ্চর্য হয়ে যাই।’
স্টেশন থেকে চলে যাওয়ার সময় কথা হয় ব্যবসায়ী মুসার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে অনেক দিন বিনা টিকিটে ভ্রমণ করেছি। রেলওয়ে আমার কাছে অনেক টাকা পাওনা। মারা যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই, হিসাব করে রেলওয়েকে প্রাপ্য পরিশোধ করেছি।’

কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী মো. মুসা (৩৫)। ব্যবসা করেন চট্টগ্রামের হাটহাজারীতে। ব্যবসার কাজে কখনো বাসে, কখনো ট্রেনে যাতায়াত করেন তিনি। অনেক সময় বিনা টিকিটে ট্রেনে চেপে চট্টগ্রামে এসেছেন। বুঝতে পেরেছেন, বিনা টিকিটে ভ্রমণ করায় রেলওয়ে তাঁর কাছে অনেক টাকা পাওনা। মোটামুটি একটি হিসাব করে, সেই বিনা টিকিটে ভ্রমণের টাকা একসঙ্গে দিয়ে দিলেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশনে আসেন মো. মুসা। তাঁর সঙ্গে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন ব্যবসায়ী মুসাকে নিয়ে যান প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে। পরে মুসা প্রধান বুকিং সহকারীকে ভাড়া বাবদ সাড়ে তিন হাজার টাকা দিয়ে দেন।
প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে আমার কাছে আসলে আমি প্রথমে স্টেশনমাস্টার জাফর ভাইয়ের কাছে নিয়ে যাই। জাফর ভাই প্রধান বুকিং সহকারীর কাছে নিয়ে যেতে বলেন। তারপর প্রধান বুকিং সহকারীকে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন।’
প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ার বলেন, ‘তিনি আমার কাছে জানতে চান লাকসাম থেকে চট্টগ্রামে যাতায়াতের লোকাল ট্রেনের ভাড়া কত। ভাড়া বলার পর, হিসাব করে তিনি ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। এই ধরনের মানুষ আসলে খুবই কম। আমি আশ্চর্য হয়ে যাই।’
স্টেশন থেকে চলে যাওয়ার সময় কথা হয় ব্যবসায়ী মুসার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনে অনেক দিন বিনা টিকিটে ভ্রমণ করেছি। রেলওয়ে আমার কাছে অনেক টাকা পাওনা। মারা যাওয়ার পর আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই, হিসাব করে রেলওয়েকে প্রাপ্য পরিশোধ করেছি।’

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৭ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে