নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পথশিশুদের লালন-পালনের নামে নিয়ে গিয়ে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে শ্রাবন্তী নামে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর থানার এছহাক ডিপোসংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডসংলগ্ন চায়ের দোকানের আড়ালে পেছনে থাকা একটি মিনি যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ ও ১৪ বছর বয়সী তিন পথশিশুকে উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।
পুলিশ বলেছে, কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে হিজড়া শ্রাবন্তী (৩৪) লালন-পালনের নামে পথশিশুদের নগরীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাঁর পতিতালয়ে এনে আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করেন।
অভিযানে তাঁর সহযোগী হিসেবে গ্রেপ্তাররা হলেন গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মো. জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারীর মেয়ে মিতু আক্তার কাজল (১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকেরা আমাদের থানায় আসেন। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্ত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধান পাই শ্রাবন্তীর মিনি যৌনপল্লির। ভুক্তভোগী ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি।’
ওসি আরও বলেন, ‘হিজড়া শ্রাবন্তী নগরীর টাইগারপাস ব্রিজ, রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, টোল রোডে হিজড়া শ্রাবন্তীর একটি চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানের পেছনে বাসায় চলে এই অনৈতিক কর্মকাণ্ড। সেখানেই বেশির ভাগ খদ্দের হিসেবে আসেন পরিবহনশ্রমিকেরা।

চট্টগ্রাম নগরীতে পথশিশুদের লালন-পালনের নামে নিয়ে গিয়ে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে শ্রাবন্তী নামে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর থানার এছহাক ডিপোসংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডসংলগ্ন চায়ের দোকানের আড়ালে পেছনে থাকা একটি মিনি যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ ও ১৪ বছর বয়সী তিন পথশিশুকে উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।
পুলিশ বলেছে, কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে হিজড়া শ্রাবন্তী (৩৪) লালন-পালনের নামে পথশিশুদের নগরীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাঁর পতিতালয়ে এনে আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করেন।
অভিযানে তাঁর সহযোগী হিসেবে গ্রেপ্তাররা হলেন গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মো. জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারীর মেয়ে মিতু আক্তার কাজল (১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকেরা আমাদের থানায় আসেন। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্ত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধান পাই শ্রাবন্তীর মিনি যৌনপল্লির। ভুক্তভোগী ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি।’
ওসি আরও বলেন, ‘হিজড়া শ্রাবন্তী নগরীর টাইগারপাস ব্রিজ, রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, টোল রোডে হিজড়া শ্রাবন্তীর একটি চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানের পেছনে বাসায় চলে এই অনৈতিক কর্মকাণ্ড। সেখানেই বেশির ভাগ খদ্দের হিসেবে আসেন পরিবহনশ্রমিকেরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে