নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পথশিশুদের লালন-পালনের নামে নিয়ে গিয়ে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে শ্রাবন্তী নামে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর থানার এছহাক ডিপোসংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডসংলগ্ন চায়ের দোকানের আড়ালে পেছনে থাকা একটি মিনি যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ ও ১৪ বছর বয়সী তিন পথশিশুকে উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।
পুলিশ বলেছে, কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে হিজড়া শ্রাবন্তী (৩৪) লালন-পালনের নামে পথশিশুদের নগরীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাঁর পতিতালয়ে এনে আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করেন।
অভিযানে তাঁর সহযোগী হিসেবে গ্রেপ্তাররা হলেন গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মো. জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারীর মেয়ে মিতু আক্তার কাজল (১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকেরা আমাদের থানায় আসেন। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্ত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধান পাই শ্রাবন্তীর মিনি যৌনপল্লির। ভুক্তভোগী ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি।’
ওসি আরও বলেন, ‘হিজড়া শ্রাবন্তী নগরীর টাইগারপাস ব্রিজ, রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, টোল রোডে হিজড়া শ্রাবন্তীর একটি চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানের পেছনে বাসায় চলে এই অনৈতিক কর্মকাণ্ড। সেখানেই বেশির ভাগ খদ্দের হিসেবে আসেন পরিবহনশ্রমিকেরা।

চট্টগ্রাম নগরীতে পথশিশুদের লালন-পালনের নামে নিয়ে গিয়ে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে শ্রাবন্তী নামে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর থানার এছহাক ডিপোসংলগ্ন টোল প্লাজা বাইপাস রোডসংলগ্ন চায়ের দোকানের আড়ালে পেছনে থাকা একটি মিনি যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ ও ১৪ বছর বয়সী তিন পথশিশুকে উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।
পুলিশ বলেছে, কুমিল্লার চান্দিনা থানার ভাগুরাপাড়ার কোরবান আলীর মেয়ে হিজড়া শ্রাবন্তী (৩৪) লালন-পালনের নামে পথশিশুদের নগরীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তাঁর পতিতালয়ে এনে আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করেন।
অভিযানে তাঁর সহযোগী হিসেবে গ্রেপ্তাররা হলেন গাজীপুর শ্রীপুরের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৩৫), ভোলা সদরের সিধু মাঝির ছেলে মো. জামাল (৫২), একই এলাকার ইয়াছিন ব্যাপারীর মেয়ে মিতু আক্তার কাজল (১৯) এবং বশির আহম্মদের ছেলে আব্দুল জলিল (৫৫)।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার এক শিশুর সন্ধানে তার অভিভাবকেরা আমাদের থানায় আসেন। আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি শিশুটি শ্রাবন্তী হিজড়ার তত্ত্বাবধানে আছে। কিন্তু আমরা সেই শিশুকে উদ্ধার করতে গিয়ে সন্ধান পাই শ্রাবন্তীর মিনি যৌনপল্লির। ভুক্তভোগী ওই শিশুসহ মোট চার শিশুকে আমরা উদ্ধার করেছি।’
ওসি আরও বলেন, ‘হিজড়া শ্রাবন্তী নগরীর টাইগারপাস ব্রিজ, রেলস্টেশন এলাকা থেকে ১৩-১৪ বছরের মেয়েদের লালন-পালনের কথা বলে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, টোল রোডে হিজড়া শ্রাবন্তীর একটি চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানের পেছনে বাসায় চলে এই অনৈতিক কর্মকাণ্ড। সেখানেই বেশির ভাগ খদ্দের হিসেবে আসেন পরিবহনশ্রমিকেরা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে