ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে