Ajker Patrika

কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০: ২২
কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার। 

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারের শীতলিয়া এলাকার অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. নবীর হোসেন নবী, মো. মফিজুর রহমান, বাহার মিয়া, মো. সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। আজ আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন। 

অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত