মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ বুধবার দুপুর ১২টায় মতলব দক্ষিণ থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, দোকানের কর্মচারী অনীক ও হৃদয় সূত্রধর। এদের মধ্যে অনীককে গত ২১ তারিখ এবং হৃদয়কে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিহত অমর সরকার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে।
অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না। সে সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করত। প্রতিদিন সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসত। ওই দিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তখনই বাড়ির পাশেই কে বা কারা তাঁকে নির্মমভাবে হত্যা করে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
অমরের বাবা রবি ভক্ত বলেন, ‘আমার ছেলের সঙ্গে অনীক নামে এক কর্মচারী ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে সঙ্গে ছিল। অনীক আমাদের বলেছে, তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অমরকে হত্যা করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে ঘাতকেরা। আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখম। গলা ও হাত-পায়ের রগ কেটে দিয়েছে।’
হাফেজ আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, ‘অমর দীর্ঘদিন ধরে নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয়ে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। কী কারণে অমরকে হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।’
সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে অমরের দোকানের কর্মচারী অনীককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।’
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২১ ফেব্রুয়ারি (সোমবার) নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ বুধবার দুপুর ১২টায় মতলব দক্ষিণ থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, দোকানের কর্মচারী অনীক ও হৃদয় সূত্রধর। এদের মধ্যে অনীককে গত ২১ তারিখ এবং হৃদয়কে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিহত অমর সরকার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে।
অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না। সে সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করত। প্রতিদিন সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসত। ওই দিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তখনই বাড়ির পাশেই কে বা কারা তাঁকে নির্মমভাবে হত্যা করে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
অমরের বাবা রবি ভক্ত বলেন, ‘আমার ছেলের সঙ্গে অনীক নামে এক কর্মচারী ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে সঙ্গে ছিল। অনীক আমাদের বলেছে, তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অমরকে হত্যা করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে ঘাতকেরা। আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখম। গলা ও হাত-পায়ের রগ কেটে দিয়েছে।’
হাফেজ আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, ‘অমর দীর্ঘদিন ধরে নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয়ে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। কী কারণে অমরকে হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।’
সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে অমরের দোকানের কর্মচারী অনীককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।’
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২১ ফেব্রুয়ারি (সোমবার) নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২৯ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে