Ajker Patrika

স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ জন আটক

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২ জন আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৩৫) গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ বুধবার দুপুর ১২টায় মতলব দক্ষিণ থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, দোকানের কর্মচারী অনীক ও হৃদয় সূত্রধর। এদের মধ্যে অনীককে গত ২১ তারিখ এবং হৃদয়কে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

নিহত অমর সরকার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে। 

অমরের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না। সে সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা করত। প্রতিদিন সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসত। ওই দিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তখনই বাড়ির পাশেই কে বা কারা তাঁকে নির্মমভাবে হত্যা করে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

অমরের বাবা রবি ভক্ত বলেন, ‘আমার ছেলের সঙ্গে অনীক নামে এক কর্মচারী ছিল। রাতে বাড়ি ফেরার সময় সে সঙ্গে ছিল। অনীক আমাদের বলেছে, তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অমরকে হত্যা করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে ঘাতকেরা। আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখম। গলা ও হাত-পায়ের রগ কেটে দিয়েছে।’ 

হাফেজ আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, ‘অমর দীর্ঘদিন ধরে নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয়ে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। কী কারণে অমরকে হত্যা করা হয়েছে, তা বলতে পারছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।’ 

সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে অমরের দোকানের কর্মচারী অনীককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।’ 

উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গত ২১ ফেব্রুয়ারি (সোমবার) নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত