নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিতরা। মোট ২১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে তারা। গতকাল রোববার সাড়ে রাত ৩টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে নির্বাচনে অংশ নেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ সাতটি পদ। স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় পেয়েছেন।
গতকাল রোববার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ ও স্বতন্ত্র মিলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।
এ ছাড়া জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের, একই পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল, একই পদে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী, ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিৎ ঘোষ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদের ১১ টির মধ্যে ছয়টিতে ঐক্য পরিষদ, চারটিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিতরা। মোট ২১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে তারা। গতকাল রোববার সাড়ে রাত ৩টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে নির্বাচনে অংশ নেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ সাতটি পদ। স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় পেয়েছেন।
গতকাল রোববার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ ও স্বতন্ত্র মিলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।
এ ছাড়া জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের, একই পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল, একই পদে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী, ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিৎ ঘোষ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদের ১১ টির মধ্যে ছয়টিতে ঐক্য পরিষদ, চারটিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে