কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. আরিফের ছেলে আশরাফ হোসেন ওয়াসি (১৭), মো. ফারুকের ছেলে মারুফ (১৬), শাহাবুদ্দিনের ছেলে রাকিব (২০) ও মো রাব্বি। তাদের মধ্যে আশরাফুল ইসলাম ওয়াসির অবস্থা গুরুতর। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার মুনছুর আহাম্মদের বাড়ির সামনে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবনের আড্ডা চলে। ঘটনার সময় মুনছুর আহম্মদের ছেলে ইউনুস, তার বন্ধু মেহেদী ও জিসান গাঁজা সেবন করছিলেন। ওই সময় খবর পেয়ে ওয়াসি, রাকিব, মারুপ ও রাব্বি তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তারা গাঁজাসেবনকারীদের পুলিশের হাতে তুলে দিতে চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুসের বাবা মুনছুর আহম্মদ বাড়ি থেকে এসে টর্চ লাইট দিয়ে ওয়াসি, রাকিব, মারুপ ও রাব্বিকে এলোপাতাড়ি মারধর করেন।
পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ওয়াসির অবস্থা গুরুতর হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদিকে অভিযোগের ব্যাপারে মুনছুর আহম্মদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. আরিফের ছেলে আশরাফ হোসেন ওয়াসি (১৭), মো. ফারুকের ছেলে মারুফ (১৬), শাহাবুদ্দিনের ছেলে রাকিব (২০) ও মো রাব্বি। তাদের মধ্যে আশরাফুল ইসলাম ওয়াসির অবস্থা গুরুতর। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার মুনছুর আহাম্মদের বাড়ির সামনে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবনের আড্ডা চলে। ঘটনার সময় মুনছুর আহম্মদের ছেলে ইউনুস, তার বন্ধু মেহেদী ও জিসান গাঁজা সেবন করছিলেন। ওই সময় খবর পেয়ে ওয়াসি, রাকিব, মারুপ ও রাব্বি তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তারা গাঁজাসেবনকারীদের পুলিশের হাতে তুলে দিতে চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুসের বাবা মুনছুর আহম্মদ বাড়ি থেকে এসে টর্চ লাইট দিয়ে ওয়াসি, রাকিব, মারুপ ও রাব্বিকে এলোপাতাড়ি মারধর করেন।
পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ওয়াসির অবস্থা গুরুতর হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদিকে অভিযোগের ব্যাপারে মুনছুর আহম্মদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৫ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২ ঘণ্টা আগে