পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে ৮০ বান্ডিল ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি ও লেহেঙ্গা। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে মজুমদারহাট ও পরশুরাম বিজিবি ক্যাম্পের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, পরশুরাম পৌর এলাকার উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের (৪৫) বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার ৯টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন মজুমদারহাট এবং পরশুরাম বিওপির দুটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২১৬১ /৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের বাড়িতে তল্লাশি করে ৮০ বান্ডিল ভারতীয় শাড়ি জব্দ করে। এরই সংলগ্ন বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় আরও ১৫ বান্ডিল ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।
ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে সীমান্তবর্তী একটি বাড়ি থেকে ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ করেছেন। এই বিষয়ে মামলা হয়েছে।

ফেনীর পরশুরামে সীমান্তবর্তী গ্রামের একটি বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে ৮০ বান্ডিল ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি ও লেহেঙ্গা। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে মজুমদারহাট ও পরশুরাম বিজিবি ক্যাম্পের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, পরশুরাম পৌর এলাকার উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের (৪৫) বাড়ি ও এর সংলগ্ন বাঁশবাগান থেকে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে। এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার ৯টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন মজুমদারহাট এবং পরশুরাম বিওপির দুটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২১৬১ /৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীনের বাড়িতে তল্লাশি করে ৮০ বান্ডিল ভারতীয় শাড়ি জব্দ করে। এরই সংলগ্ন বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় আরও ১৫ বান্ডিল ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।
ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে সীমান্তবর্তী একটি বাড়ি থেকে ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ করেছেন। এই বিষয়ে মামলা হয়েছে।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৩ মিনিট আগে