চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আব্দুল মতিন তালুকদার (৯৮) নামের এক ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে শিশুদের আটক করে পুলিশ। তারা সবাই ১২ থেকে ১৪ বছরের কন্যাশিশু। এদের মধ্যে এক শিশু ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছে বলে জানায় পুলিশ।
ভিক্ষুক মতিন তালুকদার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে। তিনি সদরের গুচ্ছগ্রামে বসবাস করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার মতিন তালুকদার ভিক্ষা করতে নামেন। এ সময় শহরের জোড়পুকুর পাড়ে শিশুরা বলে, ‘ওই এলাকার এক ভবনের ওপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান।’ ওই ভবনের ওপর ভিক্ষুক গেলে শিশুরা প্রথমে তার ভিক্ষার টাকা নেয়। পরে ভুক্তভোগীর পরনে থাকা লুঙ্গি টান দিলে কোমরে থেকে সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। এ সময় শিশুরা টাকাগুলো নিয়ে যায়।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ওই ভিক্ষুক অভিযোগ করলে চার শিশুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর এদের মধ্যে একজন দুই হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, ভিক্ষুকের বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় চার শিশুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

চাঁদপুরে আব্দুল মতিন তালুকদার (৯৮) নামের এক ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে শিশুদের আটক করে পুলিশ। তারা সবাই ১২ থেকে ১৪ বছরের কন্যাশিশু। এদের মধ্যে এক শিশু ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছে বলে জানায় পুলিশ।
ভিক্ষুক মতিন তালুকদার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে। তিনি সদরের গুচ্ছগ্রামে বসবাস করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার মতিন তালুকদার ভিক্ষা করতে নামেন। এ সময় শহরের জোড়পুকুর পাড়ে শিশুরা বলে, ‘ওই এলাকার এক ভবনের ওপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান।’ ওই ভবনের ওপর ভিক্ষুক গেলে শিশুরা প্রথমে তার ভিক্ষার টাকা নেয়। পরে ভুক্তভোগীর পরনে থাকা লুঙ্গি টান দিলে কোমরে থেকে সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। এ সময় শিশুরা টাকাগুলো নিয়ে যায়।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ওই ভিক্ষুক অভিযোগ করলে চার শিশুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর এদের মধ্যে একজন দুই হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, ভিক্ষুকের বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় চার শিশুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে