কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকেরা হলেন-মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তাঁরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, চারটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।’
উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকেরা হলেন-মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তাঁরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, চারটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।’
উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৮ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪০ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে