কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকেরা হলেন-মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তাঁরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, চারটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।’
উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকেরা হলেন-মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তাঁরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন।
তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, চারটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।’
উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে