কুমিল্লা প্রতিনিধি

স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের মাধ্যমে কুমিল্লার নাট্যশিল্পী সোহাগী জাহান তনুকে স্মরণ করল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। আজ বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের মহড়াকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে বর্তমান সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভিসিটির পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভিসিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার, ভিসিটির সভাপতি মো. সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ নাট্যশিল্পীরা।
সোহাগী জাহান তনু ভিসিটির অষ্টম ব্যাচের নাট্যশিল্পী ও ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, ‘সোহাগী জাহান তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন। তনু হত্যার আজ নয় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি। তাঁর পরিবারের আর্তনাদ এখনো আমরা ঘোচাতে পারিনি। সরকারের শক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন দেশে তনু হত্যার মতো নির্মম হত্যাকাণ্ড, গুম, খুন ও ধর্ষণ বেড়েই চলেছে। আমরা তনু হত্যার বিচার চাই।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, ‘তনু যখন খুন হয়, তখন আমি এই কলেজে ছিলাম এবং তনু হত্যার কিছু দিন আগে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে সে প্রথম হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি তনুর নির্মম হত্যাকাণ্ড।’
জীতেন্দ্রনাথ আরও বলেন, ‘আজ নয় বছর হয়ে গেছে এখনো তনু হত্যার কোনো বিচারকার্য সমাধান হয়নি। যদি তনু হত্যার বিচারটা প্রথম দিকে হয়ে যেত, তাহলে হয়তো দেশে পরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাব, যেন তনু হত্যার সুষ্ঠু বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।’ সেই সঙ্গে তিনি তনুসহ অন্যান্য ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকের শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ বলেন, ‘তনু আমাদের একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে সাংস্কৃতিক চর্চায় অনেক এগিয়ে ছিল। তার মেধা ও প্রজ্ঞায় জাতীয়পর্যায়ের বিভিন্ন পুরস্কারও সে এনেছে। তার এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার নয়। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাব, যত দ্রুত সম্ভব তনু হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।’

স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের মাধ্যমে কুমিল্লার নাট্যশিল্পী সোহাগী জাহান তনুকে স্মরণ করল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। আজ বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের মহড়াকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে বর্তমান সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভিসিটির পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভিসিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার, ভিসিটির সভাপতি মো. সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ নাট্যশিল্পীরা।
সোহাগী জাহান তনু ভিসিটির অষ্টম ব্যাচের নাট্যশিল্পী ও ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, ‘সোহাগী জাহান তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন। তনু হত্যার আজ নয় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি। তাঁর পরিবারের আর্তনাদ এখনো আমরা ঘোচাতে পারিনি। সরকারের শক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন দেশে তনু হত্যার মতো নির্মম হত্যাকাণ্ড, গুম, খুন ও ধর্ষণ বেড়েই চলেছে। আমরা তনু হত্যার বিচার চাই।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, ‘তনু যখন খুন হয়, তখন আমি এই কলেজে ছিলাম এবং তনু হত্যার কিছু দিন আগে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে সে প্রথম হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি তনুর নির্মম হত্যাকাণ্ড।’
জীতেন্দ্রনাথ আরও বলেন, ‘আজ নয় বছর হয়ে গেছে এখনো তনু হত্যার কোনো বিচারকার্য সমাধান হয়নি। যদি তনু হত্যার বিচারটা প্রথম দিকে হয়ে যেত, তাহলে হয়তো দেশে পরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাব, যেন তনু হত্যার সুষ্ঠু বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।’ সেই সঙ্গে তিনি তনুসহ অন্যান্য ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকের শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ বলেন, ‘তনু আমাদের একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে সাংস্কৃতিক চর্চায় অনেক এগিয়ে ছিল। তার মেধা ও প্রজ্ঞায় জাতীয়পর্যায়ের বিভিন্ন পুরস্কারও সে এনেছে। তার এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার নয়। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাব, যত দ্রুত সম্ভব তনু হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৯ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে