খাগড়াছড়ি সংবাদদাতা

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বন্যায় প্লাবিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ নিয়ে গত দুই মাসে চার বার বন্যা কবলিত হলো পাহাড়ি এ অঞ্চলটি। বন্যাকবলিত এলাকার অনেক পরিবার নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজন বাড়িতে আশ্রয় নিয়েছে।
খাগড়াছড়ি সদরের ১৮টি ও জেলায় মোট ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, মেম্বারপাড়া, বটতলী, ফুটবিল, দক্ষিণ গোলাবাড়ি, শব্দমিয়াপাড়া, মুসলিমপাড়া, শান্তিনগর, খবংপড়িয়া, কলেজপাড়াসহ ৫০ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙামাটির লংগদু-বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে চেঙ্গী, মাইনী নদীর পানি বেড়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে শহরের মধ্য শালবন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্যায় পানিতে ডুবে গেছে সড়ক, কৃষি জমি, পুকুর ও সবজি খেত। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে রয়েছে পানিবন্দীরা।
উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. বাবলু বলেন, ‘এক দিন যেতে না যেতে আবার বন্যা। ঘরে কাদা পরিষ্কার করতে পারিনি। আজ আবার বন্যা। ঘর ছেড়ে যায়নি। ঘরের মাচাংয়ে বসে পার করছি। বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না।’
খাগড়াছড়ির পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বন্যাদুর্গতদের জন্য ১২ মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ৫৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রের লোকজন যাতে বিশুদ্ধ পানি ও খাবার পান, এটি নজরে রাখা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিকেল চাকমা বলেন, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। আবার খাগড়াছড়ি শহরের বেশির ভাগ ছোট ছোট ছড়া এবং নালা ভরাট হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে বন্যার সৃষ্টি।
জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি পৌরসভায় ১৮ টিসহ জেলায় ৯৯টি আশ্রয় খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বন্যায় প্লাবিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ নিয়ে গত দুই মাসে চার বার বন্যা কবলিত হলো পাহাড়ি এ অঞ্চলটি। বন্যাকবলিত এলাকার অনেক পরিবার নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজন বাড়িতে আশ্রয় নিয়েছে।
খাগড়াছড়ি সদরের ১৮টি ও জেলায় মোট ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, মেম্বারপাড়া, বটতলী, ফুটবিল, দক্ষিণ গোলাবাড়ি, শব্দমিয়াপাড়া, মুসলিমপাড়া, শান্তিনগর, খবংপড়িয়া, কলেজপাড়াসহ ৫০ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙামাটির লংগদু-বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে চেঙ্গী, মাইনী নদীর পানি বেড়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে শহরের মধ্য শালবন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্যায় পানিতে ডুবে গেছে সড়ক, কৃষি জমি, পুকুর ও সবজি খেত। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে রয়েছে পানিবন্দীরা।
উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. বাবলু বলেন, ‘এক দিন যেতে না যেতে আবার বন্যা। ঘরে কাদা পরিষ্কার করতে পারিনি। আজ আবার বন্যা। ঘর ছেড়ে যায়নি। ঘরের মাচাংয়ে বসে পার করছি। বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না।’
খাগড়াছড়ির পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বন্যাদুর্গতদের জন্য ১২ মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ৫৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রের লোকজন যাতে বিশুদ্ধ পানি ও খাবার পান, এটি নজরে রাখা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিকেল চাকমা বলেন, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। আবার খাগড়াছড়ি শহরের বেশির ভাগ ছোট ছোট ছড়া এবং নালা ভরাট হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে বন্যার সৃষ্টি।
জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি পৌরসভায় ১৮ টিসহ জেলায় ৯৯টি আশ্রয় খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে