Ajker Patrika

২৪ ঘণ্টার ব্যবধানে আবার বানের জলে প্লাবিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি সংবাদদাতা 
২৪ ঘণ্টার ব্যবধানে আবার বানের জলে প্লাবিত খাগড়াছড়ি

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বন্যায় প্লাবিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ নিয়ে গত দুই মাসে চার বার বন্যা কবলিত হলো পাহাড়ি এ অঞ্চলটি। বন্যাকবলিত এলাকার অনেক পরিবার নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজন বাড়িতে আশ্রয় নিয়েছে। 

খাগড়াছড়ি সদরের ১৮টি ও জেলায় মোট ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। 

সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, মেম্বারপাড়া, বটতলী, ফুটবিল, দক্ষিণ গোলাবাড়ি, শব্দমিয়াপাড়া, মুসলিমপাড়া, শান্তিনগর, খবংপড়িয়া, কলেজপাড়াসহ ৫০ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙামাটির লংগদু-বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
 
স্থানীয়রা জানান, ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে চেঙ্গী, মাইনী নদীর পানি বেড়ে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। দীঘিনালার মেরুং, বোয়ালখালি ও কবাখালি ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। 

এদিকে শহরের মধ্য শালবন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্যায় পানিতে ডুবে গেছে সড়ক, কৃষি জমি, পুকুর ও সবজি খেত। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে রয়েছে পানিবন্দীরা। 

উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. বাবলু বলেন, ‘এক দিন যেতে না যেতে আবার বন্যা। ঘরে কাদা পরিষ্কার করতে পারিনি। আজ আবার বন্যা। ঘর ছেড়ে যায়নি। ঘরের মাচাংয়ে বসে পার করছি। বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না।’ 

বন্যার পানিতে তলিয়েছে লোকালয়। বৃহস্পতিবার খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়ায়। ছবি: আজকের পত্রিকাখাগড়াছড়ির পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বন্যাদুর্গতদের জন্য ১২ মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ৫৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রের লোকজন যাতে বিশুদ্ধ পানি ও খাবার পান, এটি নজরে রাখা হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিকেল চাকমা বলেন, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। আবার খাগড়াছড়ি শহরের বেশির ভাগ ছোট ছোট ছড়া এবং নালা ভরাট হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে বন্যার সৃষ্টি। 

জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়ি পৌরসভায় ১৮ টিসহ জেলায় ৯৯টি আশ্রয় খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত