Ajker Patrika

নোয়াখালীতে ৩ পরিবারের সদস্যদের অচেতন করে লুট

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৫: ৪৪
নোয়াখালীতে ৩ পরিবারের সদস্যদের অচেতন করে লুট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একই বাড়ির তিন পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় নারীসহ নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গিরিধারী ও হুন্নিরবারগো বাড়িতে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

অসুস্থরা হলেন–অসীম মজমুদর (৪৫), চিত্তরঞ্জন মজুমদার (৬০), রাজীব মজুমদার (৩৫), জয়শ্রী মজুমদার (২২), হৃদয় মজুমদার (২৮), তপন মজুমদার (৫২), ঝিল্লী মজুমদার (২৫), সুমি মজুমদার (২৩) ও সঙ্গীতা মজুমদার (২৪)।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে রাতের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই তিন পরিবারের সদস্যরা। কিন্তু সকালে আশপাশে লোকজন এসে দেখেন পরিবারগুলোর ঘরের দরজা খোলা এবং ওই তিন পরিবারের নয়জন অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাস্মদ সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থ নয়জনকে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত রয়েছেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত