Ajker Patrika

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৫: ০৬
চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রমের পর আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চমালিকদেরও জানানো হয়েছে।’ 

আজ সকাল ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী কম। বেশ কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে আছে। 

ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, ‘যাত্রীরা এলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ, একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। বেলা ১১টার দিকে আব এ জম জম-১ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত