নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মোহরা এলাকায় চাঁদা না পেয়ে রাতের আঁধারে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায় নিজ বাসায় ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন মো. ইউনুস। তিনি কালুরঘাটে মা ওয়েল নামে একটি প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া তিনি নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অজ্ঞাত একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার-পাঁচজনের একটি দল দুটি মোটরসাইকেলে করে এসে তাঁর বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামের মোহরা এলাকায় চাঁদা না পেয়ে রাতের আঁধারে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরায় নিজ বাসায় ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী হলেন মো. ইউনুস। তিনি কালুরঘাটে মা ওয়েল নামে একটি প্রতিষ্ঠানের মালিক। এ ছাড়া তিনি নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অজ্ঞাত একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার-পাঁচজনের একটি দল দুটি মোটরসাইকেলে করে এসে তাঁর বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ইউসুফ ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে